আলাপ

অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে আলাপ এপ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ
অবশেষে সব জল্পনা কল্পনা ছাপিয়ে আলোর মুখ দেখতে যাচ্ছে আলাপ স্মার্ট কলিং এপ । বিটিসিএল’র সরাসরি তত্ত্বাবধায়নে চলবে এই এপটি । এর ফলে প্রথমবারের গ্রাহকরা সরকারি আইপি কলিং এপ পেতে যাচ্ছে ।

 

কিছুদিন আগেও আলাপ এপ আসা কি আসবে না সেটা নিয়ে ধোয়াশা থাকলেও সেটা এখন অনেক অংশেই কমে গিয়েছে । বিটিসিএল জানিয়েছে তাদের সব ধরনের পরিক্ষামূলক কার্যক্রম শেষ । এখন শুধু কর্তৃপক্ষ অনুমতি দিলেই । গ্রাহকরা প্লে স্টোরে পেয়ে যাবে এপটি ।

 

কল রেট আগের মতই থাকবে বলে ধারণা করা হচ্ছে । যদি আগের মতই থাকে তাহলে বাংলাদেশের ইতিহাসে এটাই সবচেয়ে কম রেটের আইপি কল এপ হতে যাচ্ছে । পুরো সময়টা জুড়ে টেক প্যানাসিয়া আপডেট দিয়ে যাওয়ায় প্রসংশা করেছেন অনেকেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *