About Tech Panacea

টেক প্যানাসিয়া এখন গুগল ভেরিফাইড বিজনেস

আন্তর্জাতিক বাংলাদেশ
টেক প্যানাসিয়া একটি একমালিকানা ভিত্তিক ব্যবসা । টেক প্যানাসিয়ার যাত্রা শুরু হয় ২০১৯ এর ডিসেম্বর থেকে Tech Panacea ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে । এরপর পর্যায়ক্রমে টেক প্যানাসিয়ার নিউজ পোর্টাল এবং ডোমেইন হোস্টিং বিক্রি শুরু করে । সর্বশেষ গত সেপ্টম্বর ২০২০ এ টেক প্যানাসিয়া তাদের ই-কমার্স প্লাটফর্ম Tech Panacea Online Shop চালু করে বাংলাদেশি ডোমেইন দিয়ে যেটার স্লোগান হচ্ছে  Click & Buy । বর্তমানে এটি মাল্টি-ভেন্ডর ই-কমার্স হিসেবে কাজ করছে ।

 

 

টেক প্যানাসিয়ার সব ধরনের লিগ্যাল ডকুমেন্টস এবং ছাড়পত্র নিয়ে ব্যবসা শুরু করে সেই সাথে আমাদের রয়েছে অনলাইন পেমেন্ট গেইটওয়ে যাতে গ্রাহকরা ভরসা জায়াগা থেকে পূর্ণ আস্থা রাখতে পারে এবং নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে । গ্রাহকরা চাইলে অনলাইন ব্যাংকিং অথবা কার্ডের মাধ্যমেও পণ্য ক্রয় করতে পারবে।

 

 

বর্তমানে টেক প্যানাসিয়া ই-কমার্সটি গুগল ভেরিফাইড বিজনেস হিসেবে তালিকাভুক্ত হয়েছে । তাই গ্রাহকরা চাইলে গুগল সার্চে গিয়ে শুধু টেক প্যানাসিয়া লিখলেই যেকোনো ধরনের ইনফরমেশন দেখতে পারবে । ইংরেজি এবং বাংলা উভয় ক্ষেত্রে দেখতে পাবে ।

 

 

এছাড়াও টেক প্যানাসিয়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রমোশনাল ক্যাম্পেইন করে থাকে এবং বিশেষ বিশেষ দিনগুলিতে বিভিন্ন আকর্ষনীয় অফার দিয়ে থাকে ডোমেইন হোস্টিং প্রোডাক্টে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *