করনা মহামারী পরিস্থিতি সামলে উঠে ক্রিকেট কার্যক্রম স্বাভাবিক করতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করেছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান শনিবার বলেছেন, আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি খেলোয়াড়দের খসড়াটি আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এই আসরে ৫ টি দল দেশের ৫ টি বিভাগের প্রতিনিধিত্ব করবে। স্পন্সরের সংগে মিলিয়ে দলগুলির নাম ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। টুর্নামেন্টর আগে সোমবার থেকে ১১৩ জন ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা করা হবে। জাতীয় দল বা অনুর্ধ্ব-১৯ সেটাপের বাইরে ক্রিকেটারদের ফিটনেসের মাত্রা মুল্যায়নের জন্য এই পরীক্ষার পরীকল্পনা করা হয়েছে।