Brilliant Connect

প্রিমিয়ামের নামে গ্রাহকদের সাথে ছিনিমিনি করল ব্রিলিয়ান্ট

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মজার খবর
সম্প্রতি ব্রিলিয়ান্ট কর্তৃপক্ষ গোপনে প্রিমিয়াম সার্ভিস চালু করলেও সেটা আর গোপান না থেকে ফাঁস হয়ে যায় । সেটা আরও বেশি আলোচনায় আসে টেক প্যানাসিয়ার নিউজ পোর্টালে যখন সেটা পাবলিশ হয় । এতে করে অনেক বেশি মানুষ তাদের একাউন্ট প্রিমিয়াম করার জন্য তাদের অফিসিয়াল পেজে পোস্ট করে ।

 

 

কিন্তু তারা গ্রাহকদের চাপ নিতে না পেরে সেটা বন্ধের ঘোষণা দেয় । এতে করে অনেকেই ব্রিলিয়ান্ট বর্জনের ঘোষণা দেন । এবং তাদের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান । তাদের অফিসিয়াল গ্রুপে দেওয়া বন্ধের ঘোষণাটি হুবুহু তুলে ধরা হলোঃ

 

 

“Brilliant Premium একাউন্ট সল্প সংখ্যক গ্রাহককে দেওয়া হবে বলা হয়েছিলো।
এই মুহুর্তে আমরা আর নতুন প্রিমিয়ামের জন্য অনুরোধ আর নিচ্ছি না। যারা ২৬ তারিখের মাঝে আমাদের জানিয়েছেন তাদের একাউন্ট প্রিমিয়াম করে দেওয়া হবে।

 

 

যারা ইতিমধ্যেই প্রিমিয়াম হয়েছেন তারা নিয়মিত কল না করলে একাউন্ট একা একাই আগের অবস্থাতে ফিরে যাবে।
কিছু দিনের মাঝেই আপনারা এ্যাপের ভেতর থেকেই প্রিমিয়াম চালু করতে পারবেন।”

Leave a Reply

Your email address will not be published.