২০২০-২০২১ একাদশ শ্রেণীর কলেজ ভর্তির ফলাফল প্রকাশিত হবে আজ ২৫ আগস্ট, ২০২০ ইং তারিখ রাত ৮ঃ০০ ঘটিকায় । গত ৯ আগস্ট, ২০২০ ইং তারিখ হতে চলমান ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয় । এবং শেষ হয় গত ২০ আগস্ট রাতে ।
একাদশ শ্রেণী কলেজ ভর্তির ফলাফল জানা যাবে নিচে দেওয়া লিংকটি থেকে
কলেজ ভর্তির রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন
একজন শিক্ষার্থী একটি মাত্র কলেজ এর জন্য বিবেচিত হবেন এবং যারা এই মেধা তালিকায় থাকবেন না তারা পরিবর্তীতে আবার কলেজ পছন্দ করা সুযোগ পাবে । এবার ৯৫ শতাংশ আসন উন্মুক্ত থাকবে বাকি ৫ শতাংশ মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য থাকবে ।কলেজ প্রাপ্তির ক্ষেত্রে প্রথমেই এস,এস,সি এর প্রাপ্ত সিজিপিএ বিবেচনায় নিয়ে তার কলেজ পছন্দক্রম দেখা হবে এবং সমান সিজিপিএ এর ক্ষেত্রে প্রাপ্ত নাম্বারের সর্বমোট নাম্বার বিবেচনায় আনা হবে ।
এরপর শিক্ষার্থী তার পছন্দের কলেজটির নিশ্চায়ন ৩০ আগস্ট ,২০২০ ইং এর মধ্যে সম্পূর্ণ করবে । প্রতিবার বারের মত কলেজ ভর্তির ক্ষেত্রে মাইগ্রেশন পদ্ধতি চালু থাকবে । শিক্ষার্থীর পছন্দক্রম অনুযায়ী উপরের দিকে কলেজ খালি থাকলে সেটা অটো মাইগ্রেশন হয়ে যাবে ।