আমরা অনেকেই ফ্রিল্যান্সিং ওয়ার্ডটির সাথে পরিচিত । কিন্তু আমরা কখনো অফলাইন ফ্রিল্যান্সিং এর ব্যাপারে শুনেছি ? উত্তরে হয়ত সবাই বলবে না । তাহলে চলুন আজকে জেনে নেওয়া যাক অফলাইন ফ্রিল্যান্সিং সম্পর্কে ।
অফলাইন ফ্রিল্যান্সিং হচ্ছে যদি কোনো যখন আপনি থার্ডপার্টির মাধ্যমে করি নেন কিন্তু সেটা অফলাইন সেটাই হচ্ছে অফলাইন ফ্রিল্যান্সিং । এবার একটু বিস্তারিত জানা যাক । আমরা অনেকেই অনলাইনের অনেক প্লাটফর্ম কাজ করে থাকি । সেগুলো থেকে আমরা আবার অনেকেই এত বেশি ইনকাম করে থাকি যে সেটাকে প্রোফেশন হিসেবেও নিয়ে থাকি । মূলতঃ আমরা যখন অনলাইনে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে থাকি সেটা রিমোটলি করে থাকি।
কিন্তু আমরা যদি এই অনলাইন থেকে কাজ না করে সরাসরি করি যেমনঃ সিফাত তার বন্ধু রবিনকে বলল সে অনেক ভাল গ্রাফিক্স ডিজাইন করতে পারে। তখন তার বন্ধু বলব আমার পরিচিত এমন একজন রয়েছে যে কিনা ভাল গ্রাফিক্স ডিজাইনার খুজঁছে । তখন রবিন তার বন্ধু সাথে সেই লোকটিকে পরিচয় করিয়ে দিল । এভাবেই সিফাতে অনেক বড় একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলল তাদের বন্ধুদের মাধ্যমে এবং এটা আস্তে আস্তে অনেক বড় হতে থাকল।
আমরা চাইলে ঠিক এভাবেই অফলাইনে আমাদের নেটওয়ার্ক তৈরি করে নিতে পারি । কারণ আপনি যখন কোনো অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে যাবেন। তখন মানুষ আপনার প্রোফাইল দেখবে । সাথে দেখবে যে আপনি এর আগে কতগুলো প্রজেক্ট সম্পূর্ণ করেছেন । এবং আপনার রেটিং কেমন ।
কিন্তু নতুন কেউ যখন সেখানে কাজ করতে যাবে তখন তার প্রোফাইল দেখে কেউ কাজ দিতে চাইলে এটা ভেবে যে সে নতুন । এভাবে যদি আপনি কোনো কাজ না পেতে থাকেন তাহলে আপনাকে সারাজীবনই নতুন থেকে যদি না কোনো কাজ পান ।
ঠিক এই সময়টাতে আপনি চাইলে আপনার অফলাইন মাধ্যমটি কাজে লাগাতে পারেন । এতে করে করে আপনি খুব সহজেই কাজ পেতে পারেন । কারণ আপনার পরিচিত কেউ যখন আপনাকে রেফার করবে আপনার কাজ পাওয়ার সম্ভবনা অনেক বেশি থাকবে এবং বিশ্বাসযোগ্যতাও বেড়ে যাবে ।
ঠিক এভাবে যখন আপনি আপনার অনেক বড় প্রোটফলিও বানিয়ে ফেলবেন তখন আপনি যেকোনো মার্কেটপ্লেসে আপনার প্রোটফলিও দেখিয়ে কাজ নিতে পারবেন ।