ডোমেইন কেনার আগে যে বিষয় গুলো জানা প্রয়োজন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
শুধু কম দাম দেখেই ডোমেইন কিনবেন না। ডোমেইন হলো আপনার ব্যবসায়ের পরিচয়। তাই কম দাম পেলেন আর হুট করে এই সেই কোম্পানি থেকে একটা ডোমেইন কিনে ফেললেন এই ধরনের ভুল করবেন না। ডোমেইন কেনার আগে কি কি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে একটু শর্ট কাটে দেখে নিই আসুনঃ

 

1. কখনোই নিজের ডোমেইন অন্য কাউকে দিয়ে রেজিস্ট্রেশন করাবেন না। অবশ্যই নিজের নামে একাউন্ট খুলে নিজেই নিজের ডোমেইন রেজিস্ট্রেশন করুন।
2. Top level tld ডোমেইন কেনার চেষ্টা করুন যেমন .COM, .Net, .ORG, .Info এই ধরনের এক্সটেনশন দিয়ে ডোমেইন কিনবেন।
3. Domain কেনার সময় অবশ্যই আপনার ব্যবসায়ের নামের সাথে মিল রেখে একটু রিসার্চ করে ডোমেইন কিনবেন।
4. বিশ্বস্ত কোম্পানি থেকে ডোমেইন কিনবেন যেন আপনি ফুল কন্ট্রোল পান। যেমন Tech Panacea থেকে ডোমেইন রেজিস্ট্রেশন করলে আপনি আপনার নিজের ডোমেইন এর ফুল কন্ট্রোল পাবেন এবং আপনি চাইলে ভবিষ্যতে আপনার Transfer code ব্যবহার করে ডোমেইন অন্য কোন কোম্পানিতে ট্রান্সফার করতে পারবেন।
আপনি যে কোম্পানি থেকে ডোমেইন রেজিস্ট্রেশন করেন এই কন্ট্রোল তারা দেয় কিনা তা যাচাই করে নিবেন অবশ্যই।
5. চেষ্টা করবেন ডোমেইন এর সাথে Whois protection বা ID protection নেওয়ার। এতে হয়তো আপনার অল্প কিছু টাকা বেশী খরচ হবে কিন্তু আপনার প্রাইভেট ইনফরমেশন গুলো সিকিউর থাকবে।
6. যে কোম্পানি থেকে ডোমেইন কিনছেন সেখানে আপনি সহজেই পেমেন্ট করে রিনিউ করতে পারবেন কিনা তা দেখে নিন।
7. ডোমেইন কেনার সময় রিনিউ ফি দেখে নিবেন। কিছু কিছু কোম্পানি কম দামে ডোমেইন রেজিস্ট্রেশন করতে দেয় কিন্তু রিনিউ এর সময় অনেক টাকা আপনার কাছে থেকে চার্জ করতে পারে। তাই দমেই কেনার আগেই দেখে নিবেন ডোমেইন এর রিনিউ চার্জ কত।
সাবধানে দেখে শুনে ডোমেইন কিনুন। নিজের ডোমেইন নিজেই কিনতে YouTube এ এই ভিডিওতে দেখানো পদ্ধতি গুলো ফলো করতে পারেন তাহলে আপনার জন্য সহজ হবে ।
আপনার ব্যবসায়ের ওয়েবসাইট শুরু করতে এবং ডোমেইন হোস্টিং সম্বন্ধে জানতে আমাদের পেজ এ লাইক দিয়ে একটিভ থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *