ফেসবুকের বিকল্প ‘এলিমেন্টস’ অ্যাপ ভারতে চালু

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
চীনের সাথে সংঘাত চলার পর টিকটকসহ ৫৯ টি চীনা অ্যাপ ব্যান করেছিল ভারত। কিন্তু এবার ফেসবুক হোয়াটস অ্যাপের বিকল্প এলিমেন্টস (Elyments) নামে একটি অ্যাপের চালু  করা হয়েছে ভারত জুড়ে । রবিবার ভার্চুয়াল সভায় দেশটির উপ-রাষ্ট্রপতি ওই অ্যাপের উদ্বোধন কার্য সম্পূর্ণ করেন ।
১ হাজারেরও বেশি ইঞ্জিনিয়ারের সম্মিলিত প্রচেষ্টায় এই অ্যাপটি তৈরি করা হয়েছে । এপটিকে বলা হচ্ছে ভারতের প্রথম দেশীয় সোশ্যাল মিডিয়া সুপার অ্যাপ। অ্যাপটি ব্যবহার করা যাবে মোট ৮ টি ভারতীয় ভাষায় ।
অ্যাপেল স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এরই মধ্যে লাখেরও বেশি মানুষ অ্যাপটি লাউনলোড করেছেন । অ্যাপের মাধ্যমেও ফেসবুকের মতোই বন্ধু ,পরিবার, পরিচিতদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাবে ।রয়েছে  নানা আকর্ষণীয় ফিচারও । ইন-বিল্ড ফিল্টার থাকছে ক্যামেরায়  এবং অগমেন্টেড রিয়ালিটি ফিচার। সবরকম নিউজ আপডেট সহ থাকছে চ্যাটিং করার মত সব আকর্ষনীয় ফিচার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *