এন্ড্রয়েড ফোনে এখন থেকে আরও সহজ উপায় স্টেডিয়া কন্ট্রোলার ব্যবহা করে গেইল খেলার সুযোগ তৈরি হয়েছে । গুগল নতুন আপডেটে এই সুবিধাটি যুক্ত করেছে ।
গুগল জানিয়েছে তাদের তার বিহীন গেইম খেলতে মোবাইল এবং স্টাডিয়া কন্ট্রোলার একই ওয়াইফাই নেটওয়ার্কে মধ্যে সেট করতে হবে । তারপর স্ক্রিনে আসা নিয়মাবলী ফলো করতে হবে । যদি ঠিকঠাক মত কাজ করে তাহলে আর গেইম খেলার জন্য আর ইউএসবি ব্যবহার করতে হবে না ।
বিগত বছরের নভেম্বরে ক্লাউড ভিত্তিক গেইমিং সেবা স্টেডিয়া কন্ট্রোলার উন্মুক্ত করা হয় গুগলের পক্ষ থেকে । এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে গেইম খেলার জন্য স্টেডিয়া কন্ট্রোলারে রয়েছে ওয়াইফাই সুইচ । আরও আছে ডুয়েল জয়স্টিকস, একশন বাটন , শোল্ডার বাটন , ডি-প্যাড ও গুগল এসিষ্ট্যান্ট বাটন ।
চাইলে ক্যাপচা বাটনের সাথে গেইম খেলার দৃশ্য ইউটিউবে সরাসরি স্ট্রিমও করা যায় । প্রায় ১৩০ ডলারের মূল্যে এই ডিভাইসটি বিক্রি হচ্ছে । সেবাটিতে সাবস্ক্রাইব করলে প্রতি মাসে গুনতে হয় ১০ ডলার । অন্য দিকে ২০ থেকে ৬০ ডলারের মত খরচ করতে হয় প্রিমিয়াম গেইম কিনতে । কোনো কনসোল অথবা ডিস্কের দরকার হয় না স্টেডিয়া প্ল্যাটফর্মের জন্য ।