ডিম আগে নাকি মুরগি?

অজানা কথা
ডিম আগে নাকি মুরগি আগে এই প্রশ্ন নিয়ে আমাদের তর্কে শেষ না থাকলে আসলে এই প্রশ্নের কিন্তু বৈজ্ঞানিক উত্তর রয়েছে । তাই এখন থেকে যদি কেউ প্রশ্ন করে যে ডিম আগে নাকি মুরগি আগে তাহলে আর আপনাকে তর্কে যেতে হবে না তাই এখনই জেনে নিন এই রহস্যর পিছনের আসল গল্প –

 

 

মুরগি থেকে আমরা ডিম পাই । এবং এটা অনেক বছর আগে থেকেই হয়ে এসেছে । পরিবর্তনের এই ধারায় পানি থেকে হামাগুড়ি দিয়ে ডাঙ্গায় উঠে এসে মাছ ডিমও পারত । এমনকি ডায়নোসররা ডিম পারত । এমনকি এখন থেকে প্রায় পাঁচশত মিলিয়ন বছর পূর্বে ক্যামব্রিয়ান যুগে সমুদ্রে বসবাসরত দানব আকার প্রাণিগুলোও ডিম পারত । এগুলো ডিম না হলেও কিন্তু ডিমই ছিল । তাই নরমাল ভাবে চিন্তা করলে ডিমই মুরগির আছে এসেছে  যদি আপনি প্রশ্নটা এভাবে করে থাকেন ‘মুরগি আগে নাকি ডিম আগে’ ।

 

 

আপনার এই প্রশ্নটির উত্তর নির্ভর করছে আপনি কীভাবে মুরগির ডিমকে সংজ্ঞায়িত করছেন এটার ওপর । মুরগির ডিম বলতে কি আপনি বোঝাতে চেয়েছেন মুরগি যেই ডিম পারে সেটা নাকি যে ডিম থেকে প্রথম মোরগ অথবা মুরগি জন্মগ্রহন করে সেটা । পূর্ব এশিয়ায় পাওয়া লাল বনমোরগ আর বর্তমানে গৃহপালিত মোরগ অথবা মুরগি অনেকটা একই প্রজাতের । কিন্তু প্রায় দশ হাজার বছর আগে এদের পোষ মানানোর জন্য হয়ত ধূসর বনোমোরগ এর সঙ্গে সংকারয়ন হয়েছিল ।

 

 

তাই মূলত এজন্য মোরগ অথবা মুরগির বিবর্তন ইতিহাসে কোন এক সময় ছিল যখন কোনো প্রকৃতপক্ষে মোরগ / মুরগি ছিল না । তখন এমন দুই ধরনের পাখি ছিল দেখতে অনেক অংশে মুরগির মত হলেও আসলে তারা মুরগি ছিল না । তারা নিজেদের মধ্যে প্রজননের মাধ্যেমে বংশ বিস্তার করে হয় যায় আজকের মোরগ অথবা মুরগি । আপনি যদি এখন এই পরিবর্তনের ধারাকে পাখির সে ডিমটিকে মুরগির ডিম বলতে চান তাহলে মুরগির ডিমটাই আগে এসেছে । আর নাহলে মুরগিটা আগে এসেছে এবং এই সর্বপ্রথম মুরগি থেকেই বিবর্তিত হয়ে এসেছে সর্বপ্রথম মুরগির ডিম ।

 

 

এছাড়া পবিত্র কোরআনে আল্লাহ তা’আলা বলেন ‘ আর প্রত্যেক বস্তু আমি সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় (সূরা : আয-যারিয়াত , ৪৯)
তাহলে ভাবুন ডিম জোড়ায় আসা সম্ভব নাকি মোরগ আর মুরগি জোডায় আসা সম্ভব । এখন থেকে আশা করা যায় আপনার আর উত্তর দিতে কষ্ট করতে হবে না যে ডিম আগে নাকি মুরগি আগে ।
——————————-সংগ্রহকৃত————————–
সম্পাদনায়
আতিয়ার রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *