এবার এলো ফেসবুক শপস

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ফেসবুক এতদিন যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত থাকলেও এখন সেটা আরও একটা বৈশিষ্ঠ্য যোগ করতে যাচ্ছে । পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য তারা চালু করতে যাচ্ছে ‘ফেসবুক শপস’ নামে নতুন ফিচার ।
এমনকি ইন্সটাগ্রামেও আপনি চাইলে এটা চালু করতে পারবেন । ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ তার ব্যক্তিগত একাউন্ট থেকে এই ঘোষণা দেন । ইতোমধ্যে চালু হলেও কোথায় কোথায় এই সেবাটি পাওয়া যাবে সেটা নিশ্চিত করেননি তিনি । তিনি আরও বলেন এই মহামারী কারণে দোকান চালু রাখা অসম্ভব হয়ে গেছে এবং অনেকেই চাকরি হারাতে বসেছেন অর্থনৈতিক মন্দার কারণে । তাই অনেকে অনলাইন শপগুলোকে বিকল্প সমাধান হিসেবে দেখছে । তিনি আরও বলে এই শপগুলো ব্যবহারকারী চাইলে বিনামূল্যে চালু করতে পারবে । ধাপে ধাপে এটা ইন্সটাগ্রামেও পাবেন গ্রাহকরা । পাশাপাশি মেসেঞ্জার এবং হোয়াটসএপও এই সুবিধা পাওয়ার যাবে ।
স্থানীয় এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের এই শপের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে উ-কমার্স, শপিফাই, বিগ কমার্স , ক্যাফে ২৪ সাথেও কাজ করছে বলে জানান তিনি । আস্তে আস্তে তিনি এতে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সি এবং এআর প্রযুক্তি যুক্ত করবেন বলে তিনি জানান । এতে করে বিভিন্ন পণ্য সম্ভাব্য ক্রেতাদের দেখানো হবে । এতে করে চাইলে একজন গ্রাহক ঘরে বসেই পছন্দের কেনাকাটা করতে পারবেন এবং চাইলে তিনি রিয়েল টাইম শপিং এর অভিজ্ঞতা নিতে পারবেন । ফলে যেমন ব্যবসায়ীরা লাভবান হবেন তেমনি ভাবে লাভবান হবে ক্রেতারাও ।
ফেসবুক তাদের অনেক ফিচারই চালু করে থাকেন ব্যবহারকারীদের সুবিধা দিতে তারই একটি অংশ হিসেবে এই শপস চালু করার কার্যক্রম । এটা অনেক অনেক সহজ করে তুলবে আমাদের দৈনন্দিন জীবনকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *