এই লকডাউনে কাজ শেখাচ্ছে ইউটিউব

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
করোনা মহামারীর জন্য এখন সব কাজ নিজেকেই করে নিতে হচ্ছে । তাই সব ধরনের কাজ শেখার জন্য নিতে হচ্ছে ইউটিউবের সহয়তা । এক্ষেত্রে ইউটিউব এখন শিক্ষকের ভূমিকা পালন করছে ।
রান্না করা থেকে শুরু করে বিভিন্ন রকম ঘরের কাজেও আমাদের নিতে হচ্ছে প্রশিক্ষণ ইউটিউব থেকে । কেউ আবার নিজের মাথার চুল নিজেই কাটতে নিচ্ছেন ইউটিউব থেকে বিভিন্ন নির্দেশনামূলক ভিডিওর সাহায্য । এতে করে ‘হাউ টু’ এবং ‘স্টেপ বাই স্টেপ’ এই দুইটা ওয়ার্ডের সার্চ ক্রমশই বেড়ে চলছে । বিগত বছরগুলো তুলনায় এই ক্যাটাগরি ভিডিওর ভিউয়ার বেড়েছে প্রায় ৬৫ শতাংশ । এজন্য ‘হাউ টু’ ক্যাটাগরিটা ইউটিউবের সার্চ ট্রেন্ডে জায়গা করে নিয়েছে ।
এছাড়া অনলাইন কেনাকাটায় দেখা মিলিছে ব্যাপক পরিবর্তেনের । এখন মানুষ তাদের শরীরের ফিটনেস ঠিক রাখতে বাসায় বসে অর্ডার দিচ্ছেন শরীর চর্চার বিভিন্ন সামগ্রী । আর সব সামগ্রী সার্চের হার প্রায় ৪ হাজার গুণ বৃদ্ধি পেয়েছে । এছাড়া মানুষ বিভিন্ন ধরনের গাছের চারা অর্ডার দিচ্ছেন ।
অনেকেই ভাবছেন লকডাউনে হয়ত সবকিছুই থেমে গিয়েছে কিন্তু বাস্তবতা পুরো ভিন্ন । আগের থেকেও এখন অনলাইনের পণ্য অর্ডারের পরিমাণ এখন অনেক বৃদ্ধি পেয়েছে ।
এছাড়া লকডাউনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আগের থেকে তিনগুণ বেড়েছে । এ ব্যাপারের ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, আগে তাদের একবছরে যত ব্যবহারকারী বৃদ্ধি পেত এখন সেটা তিনমাসেই সম পরিমাণ বৃদ্ধি পেয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *