আলিবাবা ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে বাংলাদেশে

বাংলাদেশ
আলিবাবা বাংলাদেশে প্রায় পাঁচশত কোটি টাকা বিনিয়োগের এর ঘোষণা দিয়ছে । ইন্টারন্যাশনাল ই-ইমার্স হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি  লজিস্টিক অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সারা বাংলাদেশে ১৫০ টিরও বেশি হাব বসানোর লক্ষ্যে তার সহযোগী প্রতিষ্ঠান দারাজের সাথে এই চুক্তি করবে ।
আগামী বছরের মধ্যে এসব কাজ শেষ করা হবে বলে জানিয়েছে দারাজ । প্রযুক্তির সাথে দিন দিন মানুষের জনপ্রিয়তা বেড়ে চলছে । সেই সাথে বেড়ে চলছে অনলাইন কেনাকাটা । কয়েকবছর যাবৎ বাংলাদেশেও এর ব্যবহারকারী সংখ্যা বেড়ে চলছে । তাই বাংলাদেশের এই খাতে সম্ভবনা দেখছেন  জায়ান্ট প্রতিষ্ঠান আলিবাবা । তাই প্রতিষ্ঠানটি নিজেদের ব্যবসায়িক পার্টনার দারাজ জন্য পাঁচশত কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে ।
এ বিষয়ে দারাজ আরও জানায় তারা দুই লাখ বর্গফুটের নিজস্ব ওয়্যারহাউজ এবং ১.৫ লাখ বর্গ ফুটের অটোমেটেড সটিং সেন্টার তৈরির পাশাপাশি সারাদেশে হাব তৈরি করবে ।
দারাজের ব্যবস্থাপনা পরিচালক জানান, আগামী দুই বছরে প্রায় ২০ হাজারের মত উদ্যোক্তা তৈরি হবে । তারা দারাজ ভিলেজ, দারাজ স্টোর , নন্দিনী সাথে মিলে তরুণ ই-কমার্স উদ্যোক্তা তৈরির কাজ করছে । গ্রাহক সেবা বাড়াতে এবং আরও দ্রুত পণ্য ডেলিভারি দিতে পার্কিং বেস, ফায়ার সেফটি ইকুইপমেন্ট, এনার্জি এফিশিয়েন্ট , ফর্ক লিফট, কনভেয়ার বেল্ট ইত্যাতি যুক্ত করেবেন ।
বাংলাদেশে প্রথম যাত্রা শুরু করে দারাজ ২০১৪ সালে এবং বর্তমানে তাদের সেলারের সংখ্যা প্রায় ১৮ হাজারের মত । তাদেরকে দারাজ প্রশিক্ষণ দিয়ে থাকেন । এছাড়া তাদের নিজস্ব কর্মরত কর্মী রয়েছে ৩ হাজারের মত ।
ধারণা করা হচ্ছে এই বিনিয়োগের মাধ্যেমে তাদের ব্যবসায় অনেক বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং তারা অনেক বড় পরিসরে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে । গ্রাহক সেবায় আরও একধাপে এগিয়ে যাবে এবং মানুষের হাতে হাতে তাদের সেবার পৌছের দিতে পারবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *