জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশ ই-নামজারির জন্য United Nation Public Service Award-2020 পয়েছে ভূমি মন্ত্রণালয় । ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন এই পুরস্কার প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এবং দেশের মানুষের সম্মিলিত অর্জন । সেসময় বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক । এক্সেস টু ইনফমেশনের পরিচালক ড. মো: আবদুল মান্নান প্রথমেই ই-নামজারি ওপর নির্মিত একটা সচিত্র প্রতিবেদন তুলে ধরেন ।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, সরকারের সামগ্রিক ডিজিটাল স্ট্রাকচারের কারণ ভূমি সেবা আধুনিকায়ণ আরও সহজ হয়েছে । ২০১৬ সালে শুরু হয় ই-নামজারি পাইলটিং এবং এর মহাপরিকল্পনা নেওয়ার হয় ২০০৯ সালে । সারাদেশে একসাথে শতভাগ ই-নামজারি বাস্তবায়ন শুরু হয় ২০১৯ এর ১ জুলাই থেকে শুধু তিনটি পার্বত্য জেলা বাদ দিয়ে । এখন জাতিসংঘ থেকে পুরস্কারটি পাবার পর সেই দ্বায়িত্ব আরও বেড়ে গেছে বলে জানান তিনি ।
প্রতিমন্ত্রী জানান, তারা ৬১৭ টি ভূমি অফিসে স্থায়ী ব্রডব্যান্ড সংযোগ দেওয়ার কাজ হাতে নিয়েছেন । এছাড়াও তিনি আরও জানান একটি পরিবর্তনের গল্প হচ্ছে ডিজিটাল বাংলাদেশ । স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য খাতের মত ভূমি খাতও জনগণের ঘরের কাছে পৌছে দেওয়ার জন্য মোবাইলের মাধ্যমে সেই কাজ করে যাচ্ছি ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, তথ্যপ্রযুক্তি সচিব এন এম জিয়াউল আলম, ভূমি সচিব মো: মাকছুদুর রহমান পাটওয়ারী, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী পাটোয়ারী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন, ঢাকার বিভাগীয় কমিশনার, এটুআই এর পলিসি এডভাইজার, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এবং সকল বিভাগীয় কমিশনারবৃন্দ ।
ডিজিটাল বাংলাদেশ গড়া লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি সেক্টরকে মানুষের কাছে আরও সহজ করে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন । এই পুরস্কারের মাধ্যমে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে ।