Bulk SMS

টেক প্যানাসিয়ায় এখন পাওয়া যাচ্ছে বাল্ক এসএমএস সার্ভিস

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বাল্ক এসএমএস একটি বহুল পরিচিত মাধ্যম এসএমএস মার্কেটিং করার জন্য । বর্তমানে যেকোন প্রতিষ্ঠানের জন্য গ্রাহকের কাছে এসএমএস পাঠানোর সহজ মাধ্যম হচ্ছে বাল্ক এসএমএস সার্ভিস ।
বাল্ক এসএমএস সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে Masking SMS Services এবং অন্যটি হচ্ছে Non-Maksing SMS Services । Masking এসএমএস বলতে বুঝায় আপনি আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মেসেজ পাঠানো যেমন- Daraz, Bkash, Tech Panacea ইত্যাদি ।
আর Non-Masking এসএমএস হচ্ছে আপনি বিভিন্ন নাম্বার থেকে এসএমএস দেওয়া তবে এখানেও দুইটা ভাগ আছে । অনেকেই বিভিন্ন সিমের নাম্বার থেকে এসএমএস দিয়ে থাকে যদিও সেগুলো কোনো ব্রান্ড ভ্যালু থাকে না । কিন্তু টেক প্যানাসিয়া আপনাদের জন্য নিয়ে এসেছে ভার্চুয়াল নাম্বার থেকে এসএমএস পাঠানো ব্যবস্থা ।
যেখানে আপনার জন্য থাকবে একটি ডেডিকেটেট ভার্চুয়াল নাম্বার । এতে করে আপনার ব্রান্ড ভ্যালু বেড়ে যাবে এবং আপনার কাস্টমাররা সহজেই বুঝে যাবে যে এই মেসেজটি কোথা থেকে এসেছে । টেক প্যানাসিয়ার এসএমএস প্রাইজ গুলো দেখতে এখানে ক্লিক করুন
এছাড়াও আপনারা চাইলে মাস্কিং এসএমএস’র জন্য টেক প্যানাসিয়াতে রেজিস্ট্রেশন করতে পারবেন । আপনার এসএমএস সার্ভিসটি কিভাবে ব্যবহার করবেন সেটা যদি না বুঝতে পারেন তাহলে নিচের ভিডিওটি দেখতে পারেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *