সম্প্রতি আম্বার আইটি আইপি কলিং এপের আপডেট এনেছে প্রতিষ্ঠানটি । নতুন এই আপডেটে তারা নতুন তিনটা সমস্যার সমাধান করেছে । গত ২৭.০১.২০২১ তারিখে আসে তাদের এই নতুন আপডেট ।
তিন ফিচারের মধ্যে প্রথমটি হচ্ছে তারা এসএমএস ফিচার চালু করেছে । আগের ভার্সনগুলো এসএমএস ফিচার না থাকলেও তারা এই ভার্সনে নিয়ে এসেছে এসএমএস ফিচার । এছাড়াও তারা এপ ক্রাশিং এর সমস্যাটি এই আপডেটে সমাধান করেছে ।
ধারা করা হচ্ছে খুব শীঘ্রই ব্রিলিয়ান্টকে ছাড়িয়ে যাবে আম্বার আইটি । বর্তমানে জনপ্রিয়তা এবং গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে আম্বার আইটি আইপি কলিং এপটি । সর্বনিম্ন কল রেটে তারা এখন সবগুলো আইপিটিএসপি’র চেয়ে ভাল সার্ভিস দিচ্ছে ।
তথ্য প্রযুক্তি সম্পর্কিত নতুন নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন টেক প্যানাসিয়ার ইউটিউব চ্যানেল এবং নিয়মিন ভিজিট করুন ফেসবুক পেজ ।